বিভিন্ন ইউনিটের কার্যক্রম / সিসিএসডিপি
Line
page_right
 
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি)

সংক্ষিপ্ত পরিচিতি :
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামটি সূচনালগ্ন থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। ১৯৯২ সনের পূর্বে পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিসমূহের সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম ৩টি পৃথক পৃথক প্রকল্প যথাঃ Voluntary Sterilization Programme (VSP), IUD Insertion Programme এবং Norplant Piloting Programme এর মাধ্যমে বাস্তবায়িত হত। বাস্তবায়নের অধিকতর সুবিধার লক্ষ্যে Voluntary Sterilization Programme (VSP)IUD Insertion Programme ২টি প্রকল্পকে একীভূত করে ১৯৯২ সালের জুলাই মাস হতে পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সার্ভিসেস প্রকল্প (FPCSP) হিসাবে একটি কর্মসূচী চালু করা হয় এবং পরবর্তীতে Norplant Piloting Programme-কেও এর আওতায় একীভূত করা হয়। জুলাই ১৯৯৮ হতে জুন ২০০৩ পর্যন্ত HPSP সময়ে এই প্রকল্পটি অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ (প্রজনন স্বাস্থ্য) কর্মসূচীর আওতায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস সাব-প্রোগ্রাম হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। ২০০৩-২০১১ মেয়াদী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচীতে (HNPSP ২০০৩-২০১১) ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী (CCSDP) হিসাবে এর কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। চলমান কর্মসূচীটি বর্তমানে ২০১১-২০১৬ মেয়াদী স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর (HPNSDP, ২০১১-২০১৬) আওতায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী (CCSDP) হিসাবে বাস্তবায়িত হচ্ছে।

উদ্দেশ্য :
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী’র মূল উদ্দেশ্য হল- “পরিবার পরিকল্পনার স্থায়ী (পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ) এবং দীর্ঘ মেয়াদী (ইমপ্ল্যান্ট ও আইইউডি) পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করে Method-Mix CPR-এ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির ব্যবহারকারীর হার বাড়ানোর মাধ্যমে জন উর্বরতার হার (TFR) হ্রাস করা”।

মূল লক্ষ্যমাত্রা :
২০১৬ সালের মধ্যে নীট প্রজনন হার- ১ অর্জনে কার্যকর ও সাদৃশ্যপূর্ণ ৭২% ব্যবহারকারীর হার (CPR) অর্জন করা।

উপরোক্ত উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা অর্জনে নিম্নবর্ণিত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে -

  • স্থায়ী পদ্ধতি (আইইউডি ও ইমপ্ল্যান্ট) ও দীর্ঘমেয়াদী পদ্ধতি (পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ) কার্যক্রম পরিচালনা ও অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত হারে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীদের বিভিন্ন ভাতাদি/ ফি ও আনুষাংগিক ব্যয় নির্বাহের এবং পরিবার পরিকল্পনার যে কোন পদ্ধতির সেবা গ্রহণোত্তর জটিলতার চিকিৎসা ও জরুরি ঔষধ/ সামগ্রী সংগ্রহ বাবদ তাৎক্ষনিকভাবে পরিশোধযোগ্য ব্যয় নির্বাহের জন্য উপজেলা পর্যায়ে ইমপ্রেষ্ট ফান্ড পদ্ধতির মাধ্যমে অর্থের সংস্থান ও বরাদ্দ প্রদান।
  • ক্লিনিক্যাল কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঔষধ, এমএসআর, সার্জিক্যাল এপারেল, মূদ্রণ সামগ্রী এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (আইইউডি ও ইমপ্ল্যান্ট) সংগ্রহ করা।
  • পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৫০০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা প্রদানের উপযোগী ও কাঠামোগত মান উন্নয়ন করে প্রয়োজনীয় এমএসআর, যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ এবং প্রয়োজনীয় সংস্কার করা।
  • পরিবার পরিকল্পনা কার্যক্রমে পুরুষদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এনএসভি (NSV : No-scalpel Vasectomy) জনপ্রিয় করার লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ।
  • দুর্গম (Hard-to-reach), বস্তি ও কম অগ্রগতি সম্পন্ন এলাকায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির সেবা প্রদানের জন্য বিশেষ কার্যক্রম (Special Camp) গ্রহণ।
  • সরকারি ও বেসরকারী সকল EOC সেবা কেন্দ্রে প্রসবকালীন (সিজারিয়ান অপারেশনের সময়) ও প্রসবোত্তর স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ।
  • স্থায়ী পদ্ধতি গ্রহণের পর যে সকল গ্রহীতার (টিউবেকটমী ও এনএসভি) সকল সন্তান মারা গিয়েছে তাদের শুক্রবাহী নালী (পুরুষের ক্ষেত্রে) এবং ডিম্ববাহী নালী (মহিলার ক্ষেত্রে) পুনসংযোজনের (Recanalization) মাধ্যমে পুনরায় সন্তান গ্রহণের ব্যবস্থা।

প্রকল্পের মূল উদ্দেশ্য :

  • Method MixCPR বাড়ানো, স্থায়ী ও অন্যান্য দীর্ঘ মেয়াদী ক্লিনিক্যাল পরিবার পরিকল্পনা পদ্ধতি বাড়ানোর মাধ্যমে TFR কমানো।
  • সেবার গুনগত মান উন্নততর করণের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহের গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করা।
  • বর্তমানে বিরাজমান সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
  • সেবাদানের পরিধি বৃদ্ধি করা।
  • বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের পর সন্তানহারা পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ গ্রহীতাদের জন্য রিক্যানালাইজেশন অস্ত্রোপচার সুবিধা (ভ্যাস বা টিউব পুণঃসংযোজন সেবা) প্রদান।
 
 
 
Line