বিভিন্ন ইউনিটের কার্যক্রম / অর্থ
Line
Page_right
 
অর্থ ইউনিট
পূর্ন পৃষ্ঠায় দেখুন

অর্থ ইউনিটের বাজেট শাখার কার্যক্রম :
খাতের নাম কার্যক্রম (অনুন্নয়ন বাজেট/ বরাদ্দ)

২৭৮১ -
পরিবর পরিকল্পনা অধিদপ্তর

  • বাৎসরিক বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ।
  • এমটিবিএফ এর আওতায় প্রাক্কলন এবং প্রক্ষেপণ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • সময়ে সময়ে চাহিত মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।
  • ৪ জন ডিডিও’র চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রস্তুত করে প্রেরণ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
  • সকল মঞ্জুরি প্রদান করা হয়।

২৭৮৩ -
বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়

  • বাৎসরিক বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ।
  • এমটিবিএফ এর আওতায় প্রাক্কলন এবং প্রক্ষেপণ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • সময়ে সময়ে চাহিত মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।
  • ৬ জন ডিডিও’র চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রস্তুত করে প্রেরণ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
  • প্রয়োজন অনুসারে মঞ্জুরি প্রদান।

২৭৮৫ -
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

  • বাৎসরিক বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ।
  • এমটিবিএফ এর আওতায় প্রাক্কলন এবং প্রক্ষেপণ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • সময়ে সময়ে চাহিত মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।
  • ১০৬ জন ডিডিও’র চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রস্তুত করে প্রেরণ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
  • প্রয়োজন অনুসারে মঞ্জুরি প্রদান।

২৭৮৭ -
উপজেলা জনসংখ্যা কার্যালয়

  • বাৎসরিক বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ।
  • এমটিবিএফ এর প্রাক্কলন এবং প্রক্ষেপণ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • সময়ে সময়ে চাহিত মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।
  • ৯৭৬ জন ডিডিও’র চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রস্তুত করে প্রেরণ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
  • প্রয়োজন অনুসারে মঞ্জুরি প্রদান।

২৭৮৯ -
হাসপাতাল ও ডিসপেন্সারী

  • বাৎসরিক বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ।
  • এমটিবিএফ এর আওতায় প্রাক্কলন এবং প্রক্ষেপণ প্রস্তুুত করে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • সময়ে সময়ে চাহিত মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।
  • ২৫২ জন ডিডিও’র চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রস্তুত করে প্রেরণ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
  • প্রয়োজন অনুসারে মঞ্জুরি প্রদান।

আনুষাঙ্গিক ও ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে বিভাগের আওতায় জেলার সংখ্যা, জেলার আওতায় উপজেলার সংখ্যা, উপজেলার আওতায় ইউনিয়নের সংখ্যানুপাতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এবং কর্মরত জনবলের সংখ্যা বিবেচনায় বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। এ লক্ষে প্রতি অর্থ বছরের শেষে অর্থাৎ জুন মাসে পত্র মারফত জুলাই মাসের ১ম ১০ দিনের মধ্যে কর্মরত জনবলের হাল নাগাদ নাম ভিত্তিক তালিকা প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

 
 
 
Line